উপজেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা পাটোয়ারী পেট্রোল পাম্প এলাকায় একটি ট্রাক ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার রাজবাড়ী এলাকার তারেক মারা যান। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ সময় আহত হয় অন্তত বাসের ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে ও পুলিশ মোতায়েন করা হয়েছে।