নিজস্ব প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে এক বখাটে নারী নিপীড়নকারী কে পুলিশে দিয়েছে উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান উজ্জল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নাজিরপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি আবুল হোসেন মিশু।
বখাটে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামের আনসার আলীর পুত্র শাহীন(৩০)।
থানা এবং স্থানীয় সূ্ত্রে জানা যায়- দেশ ব্যাপী নারীদের উপর সহিংসতা ও ধর্ষনের বিরুদ্ধে কাজ করার উদ্দ্যোগ নিয়ে নাজির পুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিজানুর রহমান উজ্জল এবং নাজিরপুর ডিগ্রি কলেজের সাবেক সভপতি ও গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিশুর নেতৃত্বে কাজ করছিল আওয়ামীলীগের একদল কর্মী। পরবর্তীতে এক তরুনী তাদের কাছে সহযোগীতা চাইলে মিজানুর রহমান এবং আবুল হোসেন মিশু ঐ বখাটে কৌশলে ধরে তার ফোন থেকে ভিডিও সহ অশ্লীল ছবি যব্দ করে এবং তাকে গুরুদাসপুর থানায় সপোর্দ করে।
এবিষয়ে মিজানুর রহমান বলেন- বখাটে শাহীন বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েদের সাথে সর্ম্পক গড়ে তোলে এবং স্পর্সকাতর ভিডিও ও ছবি সংগ্রহ করে এবং তা প্রদর্শন করে সার্থ হাসিলের চেষ্টা করে। ভুক্তভোগী এক বোন আমাদের কাছে সাহায্য চাইলে আমরা তার সহযোগীতায় বখাটে কে ধরে সত্যতা যাচাই করে পুলিশে দিয়েছি। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান- প্রাথমিক সত্যতার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।