উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বড়াইগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবল করেন
নিজস্ব প্রতিনিধি:
আজ (৮ জুলাই) নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে ফুটবল বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কালাম জোয়ার্দার, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টু, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আলি, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক তসলিমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী বাজিতপুর, নিশ্চিন্তপুর, উপলশহর ও লক্ষ্মীপুর মাঠে স্বশরীরে উপস্থিত হয়ে মাঠে খেলারত ফুটবল খেলোয়াড়দের মাঝে একটি করে ফুটবল বিতরণ করেন এবং তাদের শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা করার জন্য অনুরোধ করেন। এ সময় তিনি বলেন- খেলাধুলা মনকে সতেজ রাখে, খেলাধুলা করলে মানুষ মাদক ও নেশা জতীয় দ্রব্য থেকে দূরে থাকে তাই সকলেরই মাঠে গিয়ে খেলাধুলা করা উচিৎ।
পাশাপাশি মাদক এবং নেশাজাতীয় দ্রব্য থেকে সবাইকে দূরে রাখার জন্য যুবসমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি উপস্থিত জনসাধারণের অভাব-অভিযোগ এর কথা মনোযোগ সহকারে শোনেন এবং সে সকল সমস্যা দ্রুততার সাথে সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সমাধান করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।