আসন্ন ২০২০ শিক্ষা বছরের প্রথম দিনে নাটোর জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের চার লাখ তিন হাজার শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে যাবে ৩৭ লাখ ৪৮ হাজার নতুন পাঠ্য বই। প্রস্তুতি হিসাবে বর্তমানে জেলা শিক্ষা অফিস এবং সাতটি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ২ হাজার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা তাদের প্রতিনিধিদের নিকট ইতোমধ্যে এসব বই বিতরণ কার্যক্রম প্রায় শেষ হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলায় বিভিন্ন পর্যায়ের মোট এক হাজার ৫১০টি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৮৯ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ের চাহিদা আট লাখ ৯৫ হাজার ৫০ কপি। চাহিদার শতভাগ বই ঢাকা থেকে জেলার সকল উপজেলা পর্যায়ে অনেক আগেই পৌঁছে গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মধ্য ডিসেম্বর থেকে স্কুলের প্রধান শিক্ষক বা তাদের প্রতিনিধিদের নিকট চাহিদা অনুযায়ী পাঠ্য বই বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা, কারিগরিসহ মোট ৪৯৬টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষে ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ তের হাজার ৩৯০ জন।