
নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মো. আবুসাদাদকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। রোববার (৮ অক্টোবর) ভোরে নলডাঙ্গার ধোপাপুকুর (গাঙ্গইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন। র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন। আসামী মোঃ আবুসাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকুরীতে কর্মরত ছিলন। আসামী মোঃ আবুসাদাদ বিদ্যালয়ে পিয়নের চাকুরীর পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করত। অত্র মামলার ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম আসামীকে মামা বলে ডাকত।