নাটোরের লালপুরে সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে বাবুল আক্তার (৪০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলা দুয়ারিয়া ইউনিয়নে কুজিপুকুর গ্রামে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক রিপন জানান, সুপারি গাছ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এর জেরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবুল আকতার তার আপন ভাই আব্দুস সামাদের গাছে উঠে সুপারি পারতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর জখম হন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”