সিংড়া প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শেখ রাসেল কম্পিউটার ল্যাবে চুরি হয়েছে। গভীর রাতে ল্যাবের কেচিগেইট, গ্রীল এবং দরজার ৫ টি তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়। এর মধ্যে রয়েছে ৭ টি ল্যাপটপ, একটি এলইডি টিভি ও একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। মঙ্গলবার(২৩ ফেব্রæয়ারী) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম জানান, রাতে কলেজে কোন নৈশপ্রহরী ছিলো না। সকালে এসে কলেজ খুলে দেখা যায় ল্যাব থেকে ৭ টি ল্যাপটপ, ১ টি এলইডি টিভি ও ১ টি ট্যান্সফরমার চুরি হয়েছে। এসবের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
এদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান ও উপজেলা সহকারী প্রোগ্রামার মাজদার আলী।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় জিডি করা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’