সিংড়া প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ৩ হাজার ২শত ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের মাঝে চলতি মওসুমের আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হযেছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গললবার সকাল ১১টায় উপজেলা কৃষিহলরুমে অনুষ্ঠিত এই আউশ ধানের বীজ ও সার বিতরণ কাজের ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা কৃষি অফিসার মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আবুল কালাম প্রমুখ।