সিংড়া প্রতিবেদক: নাটোরের সিংড়া পৌরসভায় দ্বিতীয় বারের মত মেয়র পদে দায়িত্ব নিলেন নবনির্বাচিত পৌরমেয়র জান্নাতুল ফেরদৌস। একই সাথে ৪জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ ১২ জন সাধারণ কাউন্সিলরগণও তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। সোমবার দুপুর ১২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত পৌরসভার বর্তমান পরিষদ ও নবনির্বাচিত পরিষদের বিদায় ও বরণ অনুষ্ঠানে মেয়র ফেরদৌস ও নির্বাচিত কাউন্সিলররা এই দায়িত্ব গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ পিএএ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার উপ পরিচালক গোলাম রাব্বী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া থানার অফিসার ইনর্চাজ নূর-এ আলম সিদ্দিকী প্রমুখ।