নাটোরের সিংড়ায় সড়কে সিএনজি অটো রিক্সা ও ট্রাকের সংঘর্ষের দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪১) নামের এক যাত্রী নিহত হয়েছে এবং সিএনজি চালক সুদেব চন্দ্র (২৩) গুরুতর আহত হয়েছে। আহত সুদেবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ (১১ জুলাই) সকাল পৌনে নয়টার দিকে সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের জামতলিতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, সোমবার সকাল পৌনে নয়টার দিকে বামিহালের দিক থেকে আসা একটি সিএনজি অটো রিক্সা রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে যায়। এতে ওই অটো রিক্সায় থাকা যাত্রী হাবিবুর রহমান এবং চালক সুদেব চন্দ্র আহত হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। সিএনজি চালক সুদেবচন্দ্র এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে সিএনজি অটো রিক্সা কে ধাক্কা দেয়া ট্রাককে সনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। নিহত হাবিবুর রহমান উপজেলার কুমগ্রামের হোসেন প্রাং এর ছেলে এবং পেশায় মিষ্টি বিক্রেতা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর-এ-আলম সিদ্দিক বলেন, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।