সকালে নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হওয়ার পর এবার জেলার সিংড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার (৪ জুলাই) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় সংগ্রহের চেষ্টা করছে।