গুরুদাসপুর প্রতিনিধি:
পুকুর খনন নিয়ে সালিসে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন। তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খামাড়পাথুরিয়া রায়পুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন জানান, গুরুদাসপুর উপজেলার খামাড়পাথুরিয়া রায়পুর এলাকায় গোরস্থান সংলগ্ন একটি পুকুর কাটা নিয়ে বিরোধ তৈরি হয়। শুক্রবার বিকালে সেখানে ডাকা সালিসে যোগ দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। পুকুর কাটায় গোরস্থান ধসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা চেয়ারম্যান পুকুর খননের পক্ষে মতামত দিলে উত্তেজিত এক যুবক তার ওপর হামলা চালায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় সৃষ্ট উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
ইউএইচ