নাটোর(লালপুর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নাটোর টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান ও তার সহযোগী হাসিবুল হাসান শান্ত আহত হয়েছেন। শনিবার বিকেলে সংবাদ কভারেজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার দিয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক বৃদ্ধ মোটর সাইকলে চালক হঠাৎ সাইড রাস্তা থেকে সড়কে উঠে পড়লে দুই মোটর সাইকেলের সংঘর্ষ হয়। তাতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় তারা আঘাত প্রাপ্ত হন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে নাজমুল হাসানের ডান হাতের আঙ্গুলের হাড়ে ফাটল ধরা পড়ে। ক্যামেরা সহযোগী শান্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাংবাদিক নাজমুল হাসান সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছেন।