নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দকুর রহমান পাটোয়ারীর উদ্দোগে উপজেলার শীতার্তদের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্র ও শনিবার উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দকুর রহমান পাটোয়ারী এই শীতবস্ত্র বিতরণ করেন।ডাঃ সিদ্দকুর রহমান পাটোয়ারী জানান, উপজেলার সদর, জোনাইল, নগর, জোয়ারী, মাঝগ্রাম, চান্দাই, গোপাল পুর ইউনিয়ন ও বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সর্বমোট ৫ শতাধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…