নাটোরের লালপুরে শিশু ধর্ষণের দায়ে রাজা হোসেন (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জরিমানার অর্থ ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপাপ্ত রাজা হোসেন জেলার লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের বাসিন্দা।
আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান জানিয়েছেন, “২০০২ সালের ৩ জুলাই লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের রাজা হোসেন নামে এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে পাশের কচুয়া গ্রামের ১৩ বছরের এতিম শিশুকে ঘুরতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার চাচি বাদি হয়ে মামলা করলে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।”