নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান সকালে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আছাদের ধানের খোলায় আওয়ামী লীগের সম্মেলন ডাকে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা।
এ নিয়ে উত্তেজনা ও সংঘাতের আশংকা তৈরী হলে ওই এলাকায় সভা সমাবেশ নিসিদ্ধ করে ১৪৪ ধারা জারী করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন-‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নির্দশনায় আমরা কমিটি গঠনের উদ্দ্যোগ নিয়েছি। কিন্তু স্থানীয় এমপি সম্পূর্ণ অঠগনতান্ত্রীক ভাবে এ সম্মেলন বন্ধ করার জন্য তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভূয়া সমাবেশ ডেকে প্রসাশন দিয়ে ১৪৪ জারী করিয়েছে। আমরা পরবর্তিতে এ সম্মেলন সম্পূর্ণ করব।’