নাটোরের লালপুরে শশুড় বাড়ি হতে ফেরার পথে মোটরসাইকেল- ভুটভুটির সংঘর্ষে গোলাম মোস্তফা বকুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৯জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চকনাজিরপুর- ইসলামপুর সড়কের ইসলামপুর জামতলা নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। নিহত বকুল উপজেলার নবীনগর গ্রামের সাজাহানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, ‘ইসলামপুর গ্রামে বকুলের শুশুড় বাড়ি। সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে তিনি লালপুর ফিরছিলেন। এসময় বিপরীত থেকে আসা গরু টানা ভুটভুটি তাকে ধাক্কায় দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আইনীগত ব্যবস্থা সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’