নাটোরে লালপুর উপজেলা থানা কেন্দ্রীয় প্রেস ক্লাবের উদ্যোগে লালপুরে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কোভিড-১৯ দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে ৭দিন ব্যাপি মাস্ক বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্ধোধনীর প্রথম দিনে বৃহস্পতিবার (২২ এপ্রিল )দুপুরে লালপুর বাজারে বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করেন (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় সাংসদ বলেন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সরকার কর্তৃক নিয়ম কানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহŸান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, সদস্য ফিরোজ আল হক ভূইঁয়া, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর থানা কেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু এবং অন্যান্য সদস্যবৃন্দ,
এরপরে গোলাম কাওসারের এর বাবার ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।