লালপুর প্রতিবেদক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের লালপুরে র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে বুধবার বিকেল ৫ টা ১৫ মিনিটের দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র্যালি বের করা হয় । বাঘা- ঈশ্বরদী ও লালপুর-বনপাড়া সড়ক প্রদিক্ষন করে লালপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে র্যালিটি শেষ হয় । সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ ।