গতকাল ২৮ মে’২১রাতে নাটোরের লালপুর উপজেলার রাকসায় রাকসা কৃষক-শ্রমিক সাংস্কৃতিক সংগঠনের ঈদ পুনর্মিলনী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার-সুরকার শিল্পী সমাজসেবী সংগঠক সূফী সাধক গুরুজী এস এম রাজা।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দুয়ারিয়া ইউপি সদস্য জহুরুল ইসলাম ও রুপপুর মেডিকেয়ার এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ওহাব রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জুলহাস হোসেন পলাশ, মন্জুরুল রহমান ও আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী এস এম রাজা,ওহাব রানা, পিন্টু, আবুল কালাম আজাদ, পলাশ,রুবেল, ইউনুস, রউফ,জসিম, রিপন প্রমুখ। গভীর রাত অবধি দর্শকশ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন। পরে নৈশ্যভোজের আয়োজন করা হয়।