লালপুর প্রতিবেদক: লালপুরে আউট – অব – স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি ( পি কে এস এস ) আয়োজিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহি অফিসার উম্মূল বানীন দ্যুতি ।
রবিবার দুপুরে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পি কে এস এস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ এর সভাপতিত্বে ও কর্মসূচি প্রধান রুহুল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক জালালুম বাঈদ , লালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি , নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন , এছাড়া বক্তব্য রাখেন গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন , দুড়দুড়িয়া স্কূল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান । বিকেলে একই স্থানে জরিপ কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।এ প্রশিক্ষণে ৩৫ জন অংশগ্রহণ করেন।