৩৩৩ এ ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষককে মারপিটের ঘটনায় নাটোরের লালপুরের অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজাকে সাময়িত বরখাস্ত করে আজ রবিবার (১৯ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক।
উল্লেখিত চেয়ারম্যান ও সদস্যকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়। একইসময় পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।