লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ফুলবাড়ি মোড় এলাকায় গরুবাহী ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃতব্যক্তি ফুলবাড়ি গ্রামের মৃত বিজন মণ্ডলের ছেলে এবং আলাউদ্দিন মেম্বার এর পিতা মুনসাদ মন্ডল (৭০)।
প্রত্যক্ষদর্শী এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে মুনসাদ মন্ডল নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ওয়ালিয়া বাজার যাওয়ার পথে ঘাতক ট্রাক পেছন থেকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হন় তিনি।
এ বিষয়ে ওয়লিয়া পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে ড্রাইভার।