ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ সহায়তা পেল নাটোরের লালপুরের ১৩ হাজার ৮শ৭৪ জন অসহায় ও দরিদ্র মানুষ । বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে এই অর্থ বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে সকাল ১০টার দিকে আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী । এসময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ আওয়ামীলীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা -কর্মীরা এবং ইউপি সদস্য বৃন্দু । এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেছে বলে জানা গেছে । এসময় প্রতিজন সুবিধাভোগীর মধ্যে ৪শ৫০ টাকা করে তাদের হাতে তুলে দেওয়া হয় । স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই অর্থ বিতরণ করা হয়েছে। এবিষয়ে সুবিধাভোগীরা জানান, ঈদের সামনে প্রধানমন্ত্রীর এই অর্থ উপহার পেয়ে খুশি হয়েছে তাঁরা । তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করে ।
অসহায় ও দরিদ্র মানুষের সংখ্যা সহ অর্থ বিতরণ এর বিষযটি নিশ্চিত করে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার ।