বরেণ্য অভিনেত্রী, চিত্রনায়িকা সারাহ বেগম কবরী লাইফ সাপোর্টে আছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। তার ফুসফুসের সংক্রমণের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিত্সকরা।
গতকাল বিকালে কবরীর ছেলে শাকের চিশতী জানিয়েছেন, ‘মায়ের অক্সিজেন লেভেল ওঠানামা করছে। এই লক্ষণ ভালো নয়। মা প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন।’ পরিবারের পক্ষ থেকে তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন।
গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হন কবরী। সেই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিত্সকেরা। অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। এখন সেখানেই চিকিত্সাধীন তিনি। কবরীর উন্নত চিকিত্সার জন্য গত শনিবার সকাল সাড়ে ১০টায় বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে একটি বোর্ড বসেছিল বলে জানান অধ্যাপক ফারুক আহমেদ।
সম্প্রতি, কবরী শুটিং শেষ করেছেন ‘এই তুমি সেই তুমি’ সিনেমার। সরকারি অনুদানের এই ছবির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিল।