র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০৯ মে ২০২১ ইং তারিখ ২২.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে, নাটোর জেলার সদর থানাধীন মল্লিকহাটি গ্রামস্থ জনৈক মধু মিয়ার আম বাগানের মধ্যে উত্তর কোনে পুকুর পাড়ে, কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, (ক) গাঁজা- ০৩ গ্রাম, (খ) গ্যাস লাইটার-০৪ টি, (গ) মোবাইল-০৩ টি, (ঘ) সীমকার্ড -০৪ টি (ঙ) মেমোরীকার্ড-০১ টিসহ আসামী ১। মোঃ রবিন (২৮),(নাটোর প্রান কোম্পাণীর ওয়েলডিং কন্টকটার) পিতা- মোঃ আলম, সাং- পশ্চিম ধোয়ার, থানা- দোহার, জেলা- ঢাকা, ২। মোঃ মালেক (৫৫), পিতা-মৃত আলেক প্রামানিক সাং- সিংহারদহ পূর্বপাড়া, ৩। মোঃ গোলাম মোস্তফা (৫২), পিতা-মৃত রায়হান আলী, সাং- চাঁদপুর পাবনাপাড়া, ৪। মোঃ আঃ হামিদ (৩২), পিতা- মোঃ হাবিব মিয়া, সাং-জংলী কুমিল্লাপাড়া, ৫। মোঃ আবু তালেব (৪২), পিতা- মোঃ আব্দুল্লাহ সাং- সিংহারদহ পূর্বপাড়া, ৬। মোঃ রাজু সরদার (২৮), পিতা- মোঃ আঃ কুদ্দুস, সাং- বনবেলঘড়িয়া বাইপাস, ৭। মোঃ সনু (৩৪), পিতা-মৃত উজির মিয়া, সাং-নেংগুড়িয়া বিহারীপাড়া সর্ব থানা ও জেলা-নাটোরদ্বয়কে আটক করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করতঃ নাটোর সদর হাসপাতালে আনা হয় । সেখানে ডোপ টেস্টে ০৭ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে আসিয়া উল্লিখিত স্থানে একত্রিত হইয়া তাহারা মাদক সেবন করিয়াছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করিয়া অপরাধ করিয়াছে বলিয়া সাক্ষীদের সম্মুখে স্বীকার ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮” এ মামলা রুজু করা হয়েছে।