সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিবেদক:
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রানীশংকৈলে সকল মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখী শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও রানীশংকৈল সরকারী মডেল স্কুল মাঠে রবিবার বিকেলে ঠাকুরগাঁয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের আয়োজনে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, রানীশংকৈল আওয়ামী লীগ উপ জেলার সাধারন সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ । এছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা । অনুষ্ঠানে রানীশংকৈলের সকল প্রার্থীরা নিজ নিজ ইস্তেহার একই মঞ্চে জনসাধারণের সামনে তুলে ধরেন।
এ সময় প্রার্থীরা তাদের বক্তব্য যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র টাকার কাছে নিজেদের ভোট বিক্রি না করতে অনুরোধ করেন। যোগ্য ব্যক্তি হিসেবে যাকে পছন্দ হবে মূল্যবান ভোটটি তাকেই দিতে অনুরোধ জানান।
এছাড়াও আগামী নির্বাচনে জয় পরাজয় মেনে নিয়ে নির্বাচিত মেয়র কে সকল প্রকার সহযোগিতা ও সকলের সাথে এক হয়ে রানীশংকৈল এর উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান আগামী নির্বাচনের মেয়র প্রার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতিক, আলমগীর সরকার কেরাম বোর্ড, রফিউল ইসলাম কম্পিউটার প্রতীক, সাধন বসাক, নারিকেল গাছ প্রতীক, রুকুনুল ইসলাম ডলার, রেল ইঞ্জিন প্রতীক, মাহমুদুল নবী পান্না বিশ্বাস,ধানের শীষ প্রতীক, নওরোজ কাউসার কানন, চামুচ প্রতীক, আব্দুল খালেক,জগ প্রতীক ও মোকারম হোসেন, ইস্ত্রী প্রতীক।