নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬১, নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে গণসংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ(১১ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শ্রী কুমার সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কালাম জোয়ারদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় উপজেলা আওয়ামী যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, “এই দেশ এই রাজপথ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী মানুষের, আগুন সন্ত্রাসীদের কোন স্থান নাই। আগুন সন্ত্রাসীদের এই বাংলার রাজপথে এক মিনিটও অবস্থান করতে দেয়া হবে না, তাদের যেখানেই পাওয়া যাবে প্রতিহত করা হবে।”
এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবু আহসান টগর, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আমিনুল হক মতিন, বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাবুবুল হক বাচ্চু, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, মাঝগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, পরিষদের গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, বড়াইগ্রাম পৌর যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাবর, বনপাড়া পৌ যুবলীগের মোঃ জাকির সরকার, নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নূর ইসলাম সিদ্দীকি, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন জোয়ারদার, কায়সার আহমেদ অপু প্রমূখ।
পরে আমন্ত্রিত সংগীত ও নৃত্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।