নাটোরে সিংড়া উপজেলায় নিজ ১৮ বছর বয়সী মেয়েকে ৫ বছর ধরে ধর্ষণের অভিযোগে আব্দুস সাত্তার(৫৩) নামের একজনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। অভিযুক্ত আব্দুস সাত্তার একই উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নে ভোগা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান । পুলিশ জানায়, আব্দুস সাত্তারের তিন স্ত্রী ছিল। তার মধ্যে ভিকটিমের মা সবার ছোট। ভিকটিমের যখন বয়স পাঁচ বছর। তখন তার মা মারা যায়। আব্দুস সাত্তারের অপর ২ স্ত্রী ঢাকায় গার্মেন্টসে কাজ করে। এই সুযোগে আব্দুস সাত্তার পাঁচ বছর আগে থেকে মেয়েকে খাদ্যের সঙ্গে চেতনা নাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে আসছিল। মেয়েটি অতিষ্ট হয়ে গতকাল ৭ নভেম্বর থানায় অভিযোগ করে। অভিযোগের সূত্র ধরে গতকালই পুলিশ আব্দুস সাত্তারকে গ্রেফতার করে।