বিশেষ প্রতিবেদক, নাটোর
নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভুক্ত মানুষের পাশে সাংবাদিক রানা আহমেদ। করোনায় বন্ধ সকল খাবার হোটেল। বন্ধ অন্য দোকানপাট। ফলে প্রতিদিন খাওয়া নিয়ে বিপাকে পড়েছেন বাজার ও রেলষ্টশনে বসবাস করা ভবঘুরে ছিন্নমুল অসহায় ক্ষুধার্ত মানুষ। এদের কথা কেউ ভাবে না। তাদের কয়েক দিন এরকম লক্ষ্য করেন তিনি। নাটোরের নলডাঙ্গা বাজারে বৃস্পতিবার দুপুরে তিনি এই বুদ্ধি প্রতিবন্ধী এই নারীকে বাড়ি থেকে রান্না করা খাবার এনে খেতে দেন।
স্থানীয়রা জানায়, এই নারী গত ১৪ দিন থেকে শুধু বিস্কুট খেয়ে বেঁচে আছে। আজ রানার রান্না করা খাবার পেয়ে মহাখুশি। এ সময় রানা আহমেদ জানান, আসুন আমরা অনাহারে থাকা মানুষ গুলোকে রান্না করা খাবার মুখে তুলে দিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই।