দীর্ঘ চার বছর শুনানি শেষে নাটোরের বড়াইগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ আটক তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নাটোরের দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে নাটোরের দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন– নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কাচারীপাড়া এলাকার সাত্তার ব্যাপারীর ছেলে নাহারুল ইসলাম ব্যাপারী ওরফে ফারুক (২৮), একই এলাকার আবুল খায়ের সরদারের ছেলে আকসেদ আলী (৩৪), বড়াইগ্রামের বনপাড়ার অধিবাসী যশোর জেলার শার্শা উপজেলার টেংড়া এলাকার আবুল হোসেনের ছেলে হাচানুর জামান ওরফে সাগর ড্রাইভার (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার পরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মহিষভাঙ্গা এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে নাটোর র্যাব। এ সময় ওই তিন জনের দেহ তল্লাশি করে ২৩ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৯৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ঘটনায় নাটোর র্যাব সদস্য এসআই শাহ আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। পরের দিন আসামিদের কোর্টে চালান দেওয়া হয়।
একই বছরের ২৮ নভেম্বর বিষয়টি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন বড়াইগ্রাম থানার এসআই তারেকুল ইসলাম এবং রাজশাহী র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্য এসআই মোহসিন আলী। দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।