মাত্র ৫০০ টাকার জন্য এক বন্ধুর ধারালো হাঁসুয়ার আঘাতে অপর বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের মল্লিকহাটী মহল্লায় এ ঘটনা ঘটে।
একই মহল্লায় বাড়ি, একসঙ্গে বেড়ে উঠা। একজনের নাম শাওন (৩০) যিনি পেশায় রাজমিস্ত্রি আর অন্যজন আলিফ(৩১) টাইলস মিস্ত্রি। দীর্ঘ পথ চলায় বিশ্বাস থেকেই টাইলস মিস্ত্রি বন্ধুকে ৫০০ টাকা ধার দেন ওই রাজমিস্ত্রি। কিন্তু পাওনা টাকা চাওয়া যেন কাল হলো রাজমিস্ত্রি শাওনের। পাওনা টাকা চাওয়ায় বন্ধু আলিফ ঘাস কাটার হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শাওনকে হত্যা করে।
নিহত শাওন মল্লিকহাটী পশ্চিমপাড়ার দিলু মিয়ার ছেলে। আর আলিফ একই এলাকার বাবু মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘাস কেটে হাঁসুয়া হাতেই স্থানীয় এক হোটেলে যান শাওন। সেখানে আলিফের সঙ্গে দেখা হয় তার। পরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়ান তারা। একপর্যায়ে শাওনের হাত থেকে হাঁসুয়া কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন আলিফ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বৃহস্পতিবার সকালে ঘাস কেটে ওই হাঁসুয়া হাতেই স্থানীয় এক হোটেলে নাস্তা করতে যান শাওন। সেসময় আলিফের সঙ্গে দেখা হওয়ায় পাওনা টাকা চাইলে ওই ঘটনা ঘটে। নিহতের দুটি শিশু সন্তান রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ওই ঘাতক পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।