উপজেলা প্রতিনিধি(বড়াইগ্রাম): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন এবং মুজিব বর্ষের কর্ম পরিকল্পনা বিষয়ে নাটোরের বড়াইগ্রামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হল রুমে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে এই পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ দিলীপ কুমার দাস, বনপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
সভায় জন্মশতবার্ষিকী উদযাপনে বিশদ আলোচনা শেষে শিশু সমাবেশ, শিশু চিত্রাংকন, রচনা, গল্পবলা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও রাতে আলোকসজ্জা সহ বিভিন্ন কর্মসূচী চূড়ান্ত করা হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…