বড়াইগ্রাম প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম থেকে ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪০)ও রেজাউল করিম নামে ২ জনকে আটক করেছে র্যাব। সোমবার দুপুর একটার দিকে উপজেলার আদগ্রাম এলাকা থেকে ২৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম ও রেজাউল করিম উপজেলার আদগ্রামের মৃত রবজেল প্রামানিকের ছেলে।
সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে সোমবার দুপুর একটার দিকে উপজেলার আদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম ও রেজাউল করিমকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা রয়েছে।