নিজস্ব প্রতিবেদকঃ বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোঃ আঃ রশিদ মাষ্টারের বাড়ির উঠোনে পৌরসভার ৩নং ওয়ার্ড সভাপতি আকাব্বর আলীর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মাষ্টার,বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, সাধারন সম্পাদ আব্দুর রাজ্জাক, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, আওয়ামীলীগ নেতা আঃ সোবাহান প্রাং, আবুল কালাম আজাদ প্রমুখ। সম্মেলনে রফিকুল বারী সভাপতি ও আবুল কালাম জোয়ার্দ্দার কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন-‘ এই সম্মেলন নিয়ে নগ্নভাবে স্বরযন্ত্র করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দরখাস্ত করেও কোন সহযোগিতা পাইনি। বরং উনি আমাদের দরখাস্ত ফেরৎ দিয়ে চরম অসহযোগিতা করেছেন। ব্যাক্তিলীগের ভাড়াটিয়া হাইব্রিড বাহিনীর অব্যাহত হুমকি-ধামকি ও প্রশাসনের নগ্ন অসহযোগীতা আমাদের কোন ভাবেই দাবায়া রাখতে পারবে না। আমরা আওয়ামী লীগের এই উর্বর ভূমিকে ব্যাক্তিলীকের করাল গ্রাস থেকে মুক্ত করবোই করবো ইনশাল্লাহ।’
এসময় উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারন জনগণ সমশ্বরে দু’হাত তুলে তাকে সমর্থন করেন।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…