বড়াইগ্রাম প্রতিবেদক: বড়াইগ্রাম পৌরসভায় পৌনে চার কিলোমিটার দৈঘ্যের তিনটি রাস্তা কার্পেটিংয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন প্রধান অতিথি হিসাবে ৪৬ লাখ ৯৬ হাজার ৪৮০ টাকা ব্যায়ে রেজুর মোড়-লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার, ৫০ লাখ ২ হাজার ৯৮১ টাকা ব্যায়ে ধামানিয়াপাড়া সোহরাব মাষ্টারের বাড়ি হতে শমসের মোল্লার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং ৮৩ লাখ ৬৮ হাজার ৮৯৬ টাকা ব্যায়ে লক্ষীকোল বাজার হতে গোপালপুর পৌর সীমানা পর্যন্ত ১৭০০ মিটার রাস্তা কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, আব্দুল আজিজ জোয়াদ্দার, দিল মোহাম্মদ চৌধুরী, মিনারা খাতুন ও রাণী বেগম, উপ সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বারেক, সাবেক প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, ব্যবসায়ী অনুপ কুমার কুন্ডু ও জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ অপু ও সাংবাদিক মতিউর রহমান সুমন উপস্থিত ছিলেন।