নাটোরে আলাদা দুর্ঘটনায় দুই বাইকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বড়াইগ্রাম ও সিংড়া উপজেলায় এই প্রাণহানি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, নাটোর-পাবনা মহাসড়কে শিবপুরে মঙ্গলবার দুপুরে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন চালক মেঘা প্রামাণিক। তার বাড়ি উপজেলার গোপালপুর খাঁ পাড়া গ্রামে। হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানায় পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিংড়া উপজেলার ইটালী ভাঙ্গাব্রিজ এলাকায় ট্রাকচাপায় নিহত হন বাইকচালক নায়েব আলী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, বিকল একটি ট্রাককে অপর ট্রাকের সঙ্গে রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রশি ছিঁড়ে বিকল ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান নায়েব। আহত হন অপর দুজন আরোহী। নিহত নায়েব একই উপজেলার দেওগাছা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।