বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মাঝগাঁও ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা সদরের সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শহীদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. আয়নুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ সোমবার।
২০০২ সালের ২৯ মার্চ বিএনপি সন্ত্রাসীদের হাতে তিনি শহীদ হন। এ উপলক্ষে শহীদের পরিবার. উপজেলা আওয়ামীলীগ, বনপাড়া ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন এবং ডা. আয়নুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ এবং দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদে সকলকে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, শহীদ ডা. আয়নুল হক হত্যা মামলাটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২১-০৯-২০২১ তারিখে রায় হয়েছে। রায়ে সকল মূল আসামীকে খালাশ দেয়া হয়েছে। উক্ত রায়ে পরিবার ও আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মী হতাশ ও বিশ্ময় প্রকাশ করেছেন। এদিকে রাষ্ট্রপক্ষ ক্ষুব্ধ হয়ে রায়ের রিভিউ চেয়ে মহামান্য হাইকোর্টে ক্রিমিনাল আপিল করেছেন।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…