বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামের নগর ইউনিয়নে রোববার বিকেলে ৩টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ উপলক্ষ্যে ধানাইদহ গণ কবর চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাষক আব্দুল জব্বারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আব্দুর রহিম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার ইউপি চেয়ারম্যান মমিন আলী, তোজাম্মেল হোসেন, আব্দুস সালাম, আনিসুর রহমান খেচু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও আ’লীগ নেতা আব্দুল কাদের মন্ডল। অনুষ্ঠানের প্রারম্ভে কয়েন ও ধানাইদহ এলাকায় ৩ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৩টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।