প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, এতিমদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা প্রভৃতির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে, ইউএনও মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর মেয়র এর উদ্যোগে আলাদা আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলিতে রং বেরঙের পতাকা উত্তোলন ও উপজেলা চত্ত্বরে নানা রঙের আলোক সজ্জা প্রজ্জলন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের ব্যবস্থাপনায় বনপাড়া আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দুইটি এতিম খানার শতাধিক শিক্ষার্থীর মাঝে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।