মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন
বড়াইগ্রাম প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ৮৮লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র বারেক সরদার, চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।