প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর):
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রাথমিক শিক্ষক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়াইগ্রাম উপজেলা শাখা এর আয়োজন করে। বুধবার সকালে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা অফিসার এ কে এম রেজাউল হকের সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সহঃ শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম, ড. নাসিম রানা, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু শামা, সেক্রেটারি আজমা খাতুন শিউলি প্রমুখ। ক্রীড়ার সমন্বয়ক এস এম সুমন জানান, ৪ টিমের এ খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…