বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে ৩৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্লাবের ক্রীড়ামোদী তরুণদের মাঝে ড্রামসেট (বাদ্যযন্ত্র) ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিতে ও যুব উন্নয়ন অফিসার মোঃ আবু হানিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সুরাইয়া আক্তার কলি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, প্রমুখ। অনুষ্ঠানে ৩৪ টি ড্রামসেট, ৫০ সেট জার্সি, ৪৫ সেট ক্রিকেট সামগ্রী ও ২৫০ টি ফুটবল বিতরণ করা হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…