নিজস্ব প্রতিবেদক(বড়াইগ্রাম) :
নাটোরের বড়াইগ্রামে মজনু মিয়া (৩৫) নামের এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বীহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। সোমবার বেলা ১১ ঘটিকার দিকে উপজেলার লক্ষীকোল এলাকায় এই জরিমানা করা হয়। ভুয়া ডাক্তার মজনু মিয়া জেলার লালপুর উপজেলার নওদারা গ্রামের আফেল মন্ডলের ছেলে।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীকোল বাজারে অবস্থিত জমজম ফার্মেসিতে ভুয়া ডাক্তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় মজনু মিয়া নামের এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে আর কোথাও চিকিৎসা করবেনা মর্মে লিখিত অঙ্গীকারনামা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহেল কাফী উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, ভুয়া ডাক্তার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। উপজেলায় এধরনের ভুয়া ডাক্তারের কোন অস্তীত থাকতে দেবো না।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…