নিজস্ব প্রতিনিধি (বড়াইগ্রাম):
আজ(১৭মার্চ) বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে
প্রবিন আওয়ামীলীগ নেতা আঃ সোবহান প্রামানিকের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবুবকর সিদ্দিক,চান্দাই ইউনি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম ইন্তাজ,মাঝগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব খোকন মোল্লা, নবগঠিত জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম পৌরসভা আওয়ামীলীগ সভাপতি জনাব রফিকুল বারী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কালাম জোয়ার্দার প্রমূখ। উপস্থাপনা করেন জাকির সরকার।
সকালে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ শেষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।