গতকাল মঙ্গলবার(১০ মে) বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর,বাংলাদেশ (পুসান) এর উদ্যোগে অনুষ্ঠানের আহ্বায়ক, মুরছালিন মিঠু, যুগ্মসাধারণ সম্পাদক (পুসান) এর নেতৃত্বে ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে দুই শতাধিক এর অধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম উপজেলা মাদকবিরোধী নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবাহান প্রাং।এসময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভির আনোয়ার,সাবেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সহ পুসান এর অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, দেশের ৮৯ টি পাবলিক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সালে গঠিত হয় (পুসান)। প্রতিষ্ঠার পর থেকেই উক্ত সংগঠনটি নানারকম সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে জেলা জুড়ে।
উল্লেখ্য, মেধাবৃত্তি, গরীব দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহযোগিতা, সারাবছর বৃক্ষরোপন কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচিতে নিয়মিত ভূমিকা রেখে আসছে পুসান।
আগামীতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মুরছালিন মিঠু।