নিজস্ব প্রতিবেদক (নাটোর):
বনপাড়া পৌরসভার ছাতিয়ানগাছা গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রী প্রকাশ রোজারিও ও পলি রোজারিওর কন্যা প্রেইসি রোজারিও(৫) আজ সন্ধা ৬ টার দিকে সবুজ সিএনজি(ইজিবাইক) চাপা পড়ে নিহত হয়েছে । এ সময় সে রাস্তার পাশে খেলছিল। উক্ত ঘটনায় এলাকাবাসী ক্ষোবে ফেটে পড়ে এবং রাস্তা বন্ধ করে দেয়। পরে রাস্তায় গাড়ীর গতি নিয়ন্ত্রক স্থাপনের আশ্বাসের প্রেক্ষিতে রাস্তার অবরোধ তুলে নেয়া হয়। উল্লেখ্য মহাসড়কে ত্রিচক্রযান চলাচল নিষিদ্ধ থাকায় এলাকার গ্রামীন সরুসড়কে এ সকল ত্রি-চক্র যানের চলাচল মারাত্বক ভাবে বেড়ে গেছে। তাই গ্রামীন এ সকল
সরু সড়ক শিশু ও নাগরিকদের জন্য মরন ফাঁদে পরিনত হয়েছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…