টিকার সঙ্গে মিলছে উপহার
স্টাফ রিপোর্টার: উদ্বোধনের দিন প্রথম ধাপে অনলাইনে নিবন্ধনকৃত ৪১ জন করোনা টিকা গ্রহণকারীর প্রত্যেককে ৫০০ টাকা করে শুভেচ্ছা উপহার দেন সাংসদ আব্দুল কুদ্দুস। নাটোরে করোনা টিকা গ্রহণকারীদের উপহার হিসেবে টাকা দিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। রোববার জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের দিনে প্রথম ধাপে অনলাইনে নিবন্ধনকৃত ৪১ জন করোনা টিকা গ্রহণকারীর প্রত্যেককে ৫০০ টাকা করে শুভেচ্ছা উপহার দেন সাংসদ আব্দুল কুদ্দুস। এ ছাড়া বড়াইগ্রামের ৪০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১০০ টাকা করে উপহার দেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, করোনার টিকা নিতে সবাইকে উৎসাহিত করতেই এ উপহার দেয়া হয়েছে। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেসবাউল জানান, করোনার টিকা দেয়ার পরপরই সাংসদের কাছ থেকে উপহার পেয়ে তিনি অবাক হয়েছেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বলেন, ‘টিকা নেয়ার সময় এমনিতেই অন্যরকম অনুভূতি কাজ করছিল। সম্মুখযোদ্ধা হিসেবে টিকা নেয়ার সারিতে আগে নাম থাকায় ভালো লাগছিল। সংসদ সদস্যের কাছ থেকে টাকা পেয়ে আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে।’