বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া তিনটি ফ্যান, গ্যাস সিলিন্ডার ও চুলা এবং পানির পাইপের ফিটিং সেটসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর মহল্লার আফাজউদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৩) এবং
চক বড়াইগ্রাম মহল্লার ইন্তাজুল ইসলাম ইন্তার ছেলে রানা (৩২)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, গত শুক্রবার ভোরে বিদ্যালয়ের দুটি কক্ষ থেকে তিনটি ফ্যান, একটি গ্যাস চুলা ও সিলিন্ডার এবং পানির পাইপের ফিটিংস চুরি যায়। খবর পেয়ে বিদ্যালয়ে এসে কক্ষ দুটির দরজা ও একটি জানালা ভাঙ্গা দেখতে পাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত রানার বাড়িতে তল্লাশী করে চোরাই সামগ্রীগুলো জব্দ করাসহ রানাকে আটক করা হয়। পরে রানার স্বীকারোক্তি অনুুযায়ী শামসুলকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, আটকদেরকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…