বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে আসলাম হোসেন (২৪) নামে এক নরসুন্দরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার জোনাইল পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক নরসুন্দর উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামের জিন্নাত আলীর ছেলে ও জোনাইল পাগলা বাজারের একটি নরসুন্দরের কাজ করে।
বড়াইগ্রাম উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, কলেজ ছাত্রী প্রাইভেট পড়া শেষ করে জোনাইল বাজারে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজার এলাকায় আসলাম হোসেন তার শ্লীলতাহানী করে। মেয়েটি চিৎকার করলে বাজারের ব্যবসায়ীসহ অন্যরা এগিয়ে এসে আসলামকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।